ইরান-কিউবার যৌথ উৎপাদিত টিকার প্রথম পর্বের মানবট্রায়াল সফল
পোস্ট হয়েছে: জানুয়ারি ১২, ২০২১
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2021/01/3658256.jpg)
ইরান ও কিউবার যৌথভাবে উৎপাদিত কোভিড-১৯ ভ্যাকসিনের সফলভাবে প্রথম ধাপের মানব ট্রায়াল সম্পন্ন হয়েছে।
সোমবার ইরানের স্বাস্থ্য মন্ত্রীর উপদেষ্টা আলিরেজা ভাহাবজাদেহ তার ট্যুইটার অ্যাকাউন্টে লেখেন, ইরানের কিউবার সাথে যৌথভাবে উৎপাদিত করোনা ভাইরাস ভ্যাকসিনের মানব পর্যায়ে পরীক্ষার প্রথম পর্ব সফলভাবে সম্পন্ন হয়েছে এবং দ্বিতীয় পর্বের পরীক্ষা কিউবায় চলমান রয়েছে। শিগগিরই এটি চূড়ান্ত পর্বে প্রবেশ করবে।
টিকা উৎপাদনের জন্য তিনি ইরানের পাস্তুর ইন্সটিটিউটকে ধন্যবাদ জানান। যৌথভাবে উৎপাদিত টিকাটি দেশের একটি সাধারণ প্লাটফর্মেও উৎপাদিত হচ্ছে বলে জানান তিনি। সূত্র: তেহরান টাইমস।