ইরান-কিউবার টিকা ২-১৮ বয়সীদের ব্যবহারে অনুমোদন পেল
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ৭, ২০২১
ইরান-কিউবার যৌথভাবে উৎপাদিত করোনা ভাইরাস টিকা ‘সোবেরানা ০২’ কিউবাতে ২ থেকে ১৮ বছর বয়সীদের মাঝে ব্যবহারের জরুরি লাইসেন্স লাভ করেছে। ইরানের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) মুখপাত্র কিয়ানুশ জাহানপুর তার টুইটার অ্যাকাউন্টে এই তথ্য জানান।
এর আগে ইরান-কিউবার যৌথভাবে উৎপাদিত টিকাটির তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল প্রকল্পের পরিচালক জানিয়েছিলেন, সোবেরানা ০২ ভ্যাকসিনের কার্যকারিতার ওপর পরিচালিত গবেষণা ছয়টি শহরে সম্পন্ন হয়েছে।
এটা উল্লেখ্য যে, ইরান ও কিউবার যৌথ টিকা বিশ্বের অন্যতম সফল ভ্যাকসিন হিসেবে বিবেচনা করা যেতে পারে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।