বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরান ও রাশিয়ার মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে হবে: জারিফ

পোস্ট হয়েছে: নভেম্বর ১৬, ২০১৭ 

news-image

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, রাশিয়ার সঙ্গে ইরানের সম্পর্কের ইতিহাস পাঁচশ বছরের পুরনো। রাশিয়ায় অনুষ্ঠিত বিজ্ঞান বিষয়ক এক সম্মেলনে পাঠানো বার্তায় তিনি এ কথা বলেন।

‘ইরান ও রাশিয়ার মধ্যে পাঁচ শতাব্দির সহযোগিতা’-শীর্ষক সম্মেলনে পাঠানো বার্তায় তিনি আরও বলেছেন, বিশ্বে এমন দেশের সংখ্যা খুবই কম যাদের মধ্যে পাঁচশ’ বছরের সম্পর্ক রয়েছে। তিনি দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের আহ্বান জানিয়ে বলেন, সম্পর্কের পরিধি বাড়লে উভয় দেশই লাভবান হবে।

ইরান ও রাশিয়ার শিক্ষা ও সংস্কৃতি ক্ষেত্রের প্রভাবশালী ব্যক্তিত্বদের মধ্যে মতবিনিময়ের ওপর গুরুত্ব দেন জাওয়াদ জারিফ।

একই সম্মেলনে বার্তা পাঠিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরফ। তিনি বলেছেন, ইরান ও রাশিয়া সন্ত্রাসবাদের মতো সমস্যাগুলো মোকাবিলায় দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বাড়ানোর চেষ্টা করছে। – পার্সটুডে।