ইরান ও ভারতের মধ্যে জ্বালানি বিষয়ক সহযোগিতা চুক্তি সই
পোস্ট হয়েছে: এপ্রিল ১০, ২০১৬
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2016/04/4bk4bdc588ccc65vk1_620C350-1.jpg)
ইরান ও ভারত তেল এবং জ্বালানি খাতে সহযোগিতা বিষয়ক একটি চুক্তি সই করেছে। ইরানের পক্ষ তেলমন্ত্রী বিজান নামদার জাঙ্গানেহ এবং ভারতের পক্ষ থেকে তেহরান সফরকারী দেশটির তেলমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ৯ এপ্রিল শনিবার চুক্তিতে সই করেন।
এ চুক্তির প্রধান বিষয়গুলো হলো- ইরানের বিশাল গ্যাসক্ষেত্র ফারাহজাদ-বি’র উন্নয়ন, ইরানের অপরিশোধিত তেল ও জ্বালানি পণ্য ভারতে রফতানি করা এবং পেট্রোকেমিক্যাল শিল্পখাতে সহায়তা জোরদার করা। ইরানের উপকূলীয় এ তেলক্ষেত্রে আনুমানিক ১২.৮ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ আছে বলে ধারণা করা হচ্ছে।
ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় ইরানের তেলমন্ত্রী জাঙ্গানেহ বলেন, বর্তমানে ইরান প্রতিদিন ভারতে সাড়ে তিন লাখ ব্যারেল তেল রফতানি করছে। চীনের পরই ভারত ইরানি তেলের দ্বিতীয় বৃহত্তম ক্রেতা। সূত্র: আইআরআইবি