শনিবার, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরান ও পাকিস্তান ব্যাংকিং লেনদেন চুক্তি

পোস্ট হয়েছে: এপ্রিল ১৬, ২০১৭ 

news-image

ইরান ও পাকিস্তান নিজেদের মধ্যে বাণিজ্য ৫ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করতে রাজি হয়েছে। এছাড়া ব্যাংকিং লেনদেন সহজ করতে দুটি দেশ চুক্তি স্বাক্ষর করেছে। পরমাণু চুক্তির পর ইরানের ওপর আরোপিত  পশ্চিমা দেশগুলোর দীর্ঘদিনের অবরোধ প্রত্যাহার করে নেয়া হলেও এখনও দেশটির সঙ্গে অনেক দেশের ব্যাংকিং লেনদেন সহজ হয়ে ওঠেনি। বিষয়টি সহজ করতেই দুটি দেশের কেন্দ্রীয় ব্যাংক এধরনের চুক্তি করল। প্রেসটিভি

চুক্তির ফলে ইরান ও পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক দুটি দেশের বিভিন্ন ব্যাংকের মধ্যে লেনদেনকে সহজ করে তুলতে তদারকি ও সহায়তা করবে। এরফলে বাণিজ্য বৃদ্ধি পাবে বলে আশা করছে তেহরান ও ইসলামাবাদ। আগামী ২০২১ সালের মধ্যে দুটি দেশ নিজেদের মধ্যে বাণিজ্যের পরিমাণ ৫ বিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করছে। দুটি দেশের শীর্ষ ব্যবসায়ীরা নিজেদের মধ্যে বাণিজ্য বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছেন।