ইরান ও নিকারাগুয়ার ৫ বছরের সাংস্কৃতিক সমঝোতা সই
পোস্ট হয়েছে: জানুয়ারি ১০, ২০২২

ইরান ও নিকারাগুয়া সাংস্কৃতিক ও শৈল্পিক সহযোগিতার বিষয়ে ৫ বছরের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।বুধবার অনুষ্ঠিত এক বৈঠকে ইরানের ইসলামিক সংস্কৃতি ও সম্পর্ক সংস্থার (আইসিআরও) চেয়ারম্যান হোজ্জাতোল ইসলাম মোহাম্মদ মাহদি ইমানিপুর এবং নিকারাগুয়ার সংস্কৃতি ইনস্টিটিউটের সহ-মহাপরিচালক এনরিক মোরালেস আলোনসোর দুই দেশের মধ্যে সাংস্কৃতিক ও শৈল্পিক সহযোগিতার বিষয়ে ৫ বছরের এই সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।
বৈঠকে ইমানিপুর বলেন, এই সমঝোতা স্মারকের প্রচুর সম্ভাবনা রয়েছে যা ইরান এবং নিকারাগুয়ান জাতির মধ্যে সাংস্কৃতিক ও শৈল্পিক সহযোগিতার জন্য ভাল সুযোগ এনে দিতে পারে। তিনি ইরান ও নিকারাগুয়ার মধ্যে ব্যাপক সম্পর্ক সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপরও জোর দেন। সূত্র: মেহর নিউজ এজেন্সি।