ইরান ও জার্মানির ব্যাংক লেনদেন শুরু
পোস্ট হয়েছে: অক্টোবর ২৫, ২০১৬

ইরান ও জার্মানির ডয়চে ব্যাংক তেল বাণিজ্যে পুনরায় লেনদেন শুরু করেছে। ইরানের উপ-তেল মন্ত্রী আমির হোসেন জামানি এ তথ্য জানিয়েছেন। ইউরোপের শীর্ষ ব্যাংকগুলোর সঙ্গে ইরানের বাণিজ্য সম্প্রসারণে এ লেনদেন বিশেষ ভূমিকা রাখবে।
এদিকে মেহর নিউজ এজেন্সি জানায় শীঘ্রই ইউরোপের শীর্ষ ব্যাংকগুলো ইরানের সঙ্গে ফের লেনদেন শুরু করবে।
আমির হোসেন জামানি বলেন, আরো আর্থিক প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক ব্যাংকগুলোর সঙ্গে লেনদেনের ব্যাপারে ইরানের আলোচনা চলছে। কয়েক সপ্তাহের মধ্যে এধরনের আরো ইতিবাচক সিদ্ধান্ত জানা সম্ভব হবে বলেও তিনি আশ্বাস দেন। ২০০৬ সালে জার্মানির ডয়চে ব্যাংক ইরানের সঙ্গে লেনদেন বন্ধ করে দেয়।
সূত্র: ইরান ডেইলি