ইরান ও ওমানের শীর্ষ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মধ্যে চুক্তি সই
পোস্ট হয়েছে: জানুয়ারি ৩, ২০২১

তেহরান ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্স ও ওমানের ন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। বিভিন্ন একাডেমিক ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে চুক্তিটি সই করে দুদেশের ওই দুই শীর্ষ মেডিকেল বিশ্ববিদ্যালয়।
এসপ্তাহে একটি অনলাইন অধিবেশনে সমঝোতাটি সই হয়। এসময় উপস্থিতি ছিলেন ওমানি বিশ্ববিদ্যালয়ের প্রধান ডা. আলি আল-বাইমানি ও ইরানি বিশ্ববিদ্যালয়ের উপপ্রধান ডা. রামিন কোরদি।
বৈঠকে ডা. বাইমানি ওমানের ন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিকে পরিচয় করিয়ে দেন এবং এর অধিভুক্ত কলেজ, অধ্যাপক ও শিক্ষার্থী, ল্যাব এবং বিভিন্ন ক্যাম্পাসের নানা সম্ভাবনা তুলে ধরেন। অন্যদিকে ডা. কোরদি ওষুধ, ফার্মাসি ও অন্যান্য স্বাস্থ্য ক্ষেত্রে তেহরান ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্সের সহযোগিতা করার যে সক্ষমতা রয়েছে তা তুলে ধরেন। সূত্র: মেহর নিউজ এজেন্সি।