বুধবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরান ও ইতালির মধ্যে ১৮শ কোটি ডলারের বাণিজ্য চুক্তি সই

পোস্ট হয়েছে: জানুয়ারি ২৭, ২০১৬ 

news-image

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি ইতালি সফরের সময় দু দেশের মধ্যে সাড়ে ১৮শ কোটি ডলারের চুক্তি সই হয়েছে। রাজধানী রোমে সোমবার রাতে চুক্তি সই অনুষ্ঠানে প্রেসিডেন্ট রুহানি ও ইতালির প্রেসিডেন্ট সের্গিও মাত্তারেলা উপস্থিত ছিলেন।

বিশাল এ অর্থের চুক্তির আওতায় স্বাস্থ্য, পরিবহন, কৃষি ও জ্বালানি খাত রয়েছে। এর মধ্যে তেল খাতে প্রায় ৫০০ কোটি ডলারের একটি চুক্তি রয়েছে। এছাড়া, চুক্তির আগে ইতালির ইস্পাত কোম্পানি ড্যানিয়েলি জানিয়েছে, তারা ইরানের সঙ্গে ৬১০ ডলার কোটি মূল্যের চুক্তি করবে। অবকাঠামো নির্মাণ বিষয়ক কোম্পানি কনদোত্তে ডি’আকুয়া বলেছে, ৪৩০ কোটি ডলারের চুক্তি করবে।

ইউরোপের তিনটি দেশ সফরের অংশ হিসেবে ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি সোমবার ইতালি পৌঁছান। ইতালি থেকে তার ফ্রান্সে যাওয়ার কথা রয়েছে। ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে পরাণু ইস্যুতে সমঝোতা হওয়ার পর তিনি ইউরোপ সফর গেলেন। সূত্র: আইআরআইবি