ইরান ও অস্ট্রিয়ার মধ্যে ২ বিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি স্বাক্ষর
পোস্ট হয়েছে: এপ্রিল ৩, ২০১৬
ইরান ও অস্ট্রিয়া দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে নিজেদের মধ্যে দুই বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করেছে। গত ৩১ মার্চ বৃহস্পতিবার দুই দেশের চেম্বার অব কমার্সের নেতারা আলোচনার পর তেহরানে এ চুক্তি স্বাক্ষর করেন। দুটি দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতা ছাড়াও বাণিজ্যের পরিমাণ বৃদ্ধিতে এ চুক্তি কার্যকর হবে। বিশেষ করে গাড়ি তৈরি, ইস্পাত খাত, ওষুধ ও প্রকৌশল শিল্পে দুটি দেশের মধ্যে সহযোগিতা আরো বাড়বে।
ইরান ও অস্ট্রিয়ার মধ্যে বর্তমানে বাণিজ্যের পরিমাণ রয়েছে ৩’শ মিলিয়ন ডলার। অস্ট্রিয়ার প্রেসিডেন্ট হেইঞ্জ ফিশার গত সেপ্টেম্বর ইরান সফরে আসেন। তার সঙ্গে আসে ২৪০ সদস্যের প্রতিনিধি দল। তেহরান ও ভিয়েনার মধ্যে সহযোগিতা আরো বৃদ্ধি করার বিষয় নিয়ে তখন আলোচনা হয়েছিল। এরপর ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির অস্ট্রিয়া সফর করার কথা রয়েছে।তার আগেই দুদেশের বাণিজ্য ২ বিলিয়ন ছাড়িয়ে যায় এমন উদ্যোগ নেয়ার প্রচেষ্টা চলছে। সূত্র: ইরান ডেইলি