শুক্রবার, ৩১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরান-ইরাক যুদ্ধের ওপর ইংরেজি ভাষায় বই প্রকাশ

পোস্ট হয়েছে: জুলাই ২১, ২০২০ 

news-image

১৯৮০-১৯৮৮ সালের ইরান-ইরাক যুদ্ধের (ইরানে এই যুদ্ধ পবিত্র প্রতিরক্ষা হিসেবে পরিচিত) ওপর ইংরেজি ভাষায় চারটি বই প্রকাশিত হয়েছে।

সদ্য-প্রকাশিত বইগুলো হলো- ‘ভিভা কুমাইয়াল’, ‘হ্যান্ড ইন হ্যান্ড উইথ রেইন’, ‘সিটি অব ব্লাড: দ্যা কমান্ডার্স অ্যাকাউন্ট’, ও  ‘ইউ নো দ্যা কমান্ডার’। সুরেহ-মেহর পাবলিকেশন ও ইরান ল্যাঙ্গুয়েজ ইন্সটিটিউটের সহযোগিতায় এসব বই প্রকাশিত হয়।

‘ভিভা কুমাইয়াল’ বইটি লিখেছেন যুদ্ধে অভিজ্ঞ মোহসেন মোতলাক। তিনি যুদ্ধের সময় ইরানি সেনা ও সম্মুখ স্বেচ্ছাসেবীদের সাথে কাটানো সময়ের স্মৃতি তুলে ধরেছেন বইটিতে। এটি প্রথম প্রকাশিত হয় যুদ্ধ শেষ হওয়ার তিন বছর পর ১৯৯১ সালে। ওই সময় ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলি খামেনেয়ী বইটি লেখার জন্য সুপারিশ করেন। সূত্র: তেহরান টাইমস।