রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরান-ইউরোপ বাণিজ্য বেড়েছে ৯৪ শতাংশ

পোস্ট হয়েছে: আগস্ট ২৭, ২০১৭ 

news-image

চলতি বছরের প্রথমার্ধে বিগত বছরের তুলনায় ইরান ও ইউরোপের মধ্যে বাণিজ্যিক বিনিময় হার বেড়েছে ৯৪ শতাংশ। ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যন ব্যুরো ইউরোস্টেট প্রকাশিত সর্বশেষ চিত্রে এই তথ্য জানা গেছে।

এতে দেখা যায়, ২০১৭ সালের প্রথম ৬ মাসে ইরান ও ইউরোপের মধ্যে বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ৯ দশমিক ৯ বিলিয়ন ইউরো। ২০১৬ সালের জানুয়ারি থেকে জুন মাসে এর পরিমাণ ছিল ৫ দশমিক ১ বিলিয়ন ইউরো।

ইউরোপে ইরানের অপরিশোধিত তেল রফতানিতে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে দেশটির করা পারমাণবিক চুক্তি বাস্তবায়ন রফতানি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

পরিসংখ্যনে আরও দেখা যায়, ইউরোপীয় দেশগুলো ২০১৭ সালের প্রথম ছয়মাসে ইরান থেকে ৫ বিলিয়ন ইউরোর মালামাল আমদানি করেছে। যেখানে ২০১৬

সালের একই সময় এর পরিমাণ ছিল ১ দশমিক ৫৪ বিলিয়ন ইউরো। অর্থাৎ আমদানি বেড়েছে ২২৪ শতাংশ।

অন্যদিকে, চলতি বছরের প্রথম ছয় মাসে মধ্যপ্রাচ্যের দেশটিতে ইউরোপের রফতানির পরিমাণ দাঁড়ায় ৪ দশমিক ৯ বিলিয়ন ইউরো। অর্থাৎ রফতানি বেড়েছে

৩৭ শতাংশ। আগের বছর একই সময়ে ইউরোপের রফতানির পরিমাণ ছিল ৩ দশমিক ৫৬ বিলিয়ন ইউরো।সূত্র: তেহরান টাইমস।