শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরান, আর্মেনিয়ার মধ্যে রাজনৈতিক সম্পর্কের ৩০ বছর উদযাপন 

পোস্ট হয়েছে: নভেম্বর ৩০, ২০২১ 

news-image

ইরান এবং আর্মেনিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৩০তম বার্ষিকী উপলক্ষে ইয়েরেভানে কাজার সময়ের (১৭৮৯-১৯২৫) শিল্পকর্ম নিয়ে এক প্রদর্শনীর আয়োজন করা হয়েঝে। শুক্রবার ইয়েরেভানে আর্মেনিয়ার জাদুঘর এবং ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের সহযোগিতায় এ প্রদর্শনীর আয়োজন করা হয়। এসময় আর্মেনিয়ার পণ্ডিত ক্রিস্টিন পি. কস্তিকিয়ানের লেখা পার্সিয়ান ডকুমেন্টস অফ দ্য মাতেনাদারান ডিক্রিস’ র পঞ্চম খণ্ডের মোড়ক উন্মোচন করা হয়। পুস্তকটিতে আর্মেনিয় সরকারের একটি ডিক্রি রয়েছে যা সাফাভিড সময়কালে (১৫০১-১৭৩৬) আর্মেনিয়ানদের বিষয়ে জারি করা হয়েছিল। প্রদর্শনীর কিউরেটরইভেট তাজারিয়ানদর্শকদের শিল্পকর্ম সম্পর্কে অবহিত করেন। তিনি জানানএসবশিল্পকর্ম সংগ্রহ করতে চার বছরেরও বেশি সময় লেগেছে। প্রদর্শনীটি চলবে প্রায় এক বছর ধরে। তেহরান টাইমস