ইরান, আর্মেনিয়ার মধ্যে রাজনৈতিক সম্পর্কের ৩০ বছর উদযাপন
পোস্ট হয়েছে: নভেম্বর ৩০, ২০২১
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2021/11/3971235.jpg)
ইরান এবং আর্মেনিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৩০তম বার্ষিকী উপলক্ষে ইয়েরেভানে কাজার সময়ের (১৭৮৯-১৯২৫) শিল্পকর্ম নিয়ে এক প্রদর্শনীর আয়োজন করা হয়েঝে। শুক্রবার ইয়েরেভানে আর্মেনিয়ার জাদুঘর এবং ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের সহযোগিতায় এ প্রদর্শনীর আয়োজন করা হয়। এসময় আর্মেনিয়ার পণ্ডিত ক্রিস্টিন পি. কস্তিকিয়ানের লেখা ‘পার্সিয়ান ডকুমেন্টস অফ দ্য মাতেনাদারান ডিক্রিস’ র পঞ্চম খণ্ডের মোড়ক উন্মোচন করা হয়। পুস্তকটিতে আর্মেনিয় সরকারের একটি ডিক্রি রয়েছে যা সাফাভিড সময়কালে (১৫০১-১৭৩৬) আর্মেনিয়ানদের বিষয়ে জারি করা হয়েছিল। প্রদর্শনীর কিউরেটর, ইভেট তাজারিয়ান, দর্শকদের শিল্পকর্ম সম্পর্কে অবহিত করেন। তিনি জানান, এসবশিল্পকর্ম সংগ্রহ করতে চার বছরেরও বেশি সময় লেগেছে। প্রদর্শনীটি চলবে প্রায় এক বছর ধরে। তেহরান টাইমস