শুক্রবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরান-আমিরাত বাণিজ্য ৩০ বিলিয়ন ডলারে উন্নীত হতে পরে

পোস্ট হয়েছে: জুন ২৭, ২০২১ 

news-image

ইরান ও আমিরাতের মধ্যে বাণিজ্যের পরিমান বছরে ১৫ বিলিয়ন ডলার থাকলেও শিগগিরই তা দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। ইরানের ইন্টারন্যাশনাল এক্সিবিশন কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। এক্সিবিশনের ম্যানেজিং ডিরেক্টর হাসান জামিয়ানি এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, দুবাই এক্সপো ২০২০ ইরানের জন্যে এক ব্যতিক্রম সুযোগ এনে দিয়েছে। বিশেষ করে ইরানে নতুন সরকার আসায় এ ধরনের সুযোগের ব্যবহার আরো বৃদ্ধি পাবে। তিনি বলেন, দুবাই এক্সপোতে ৭৫ শতাংশ দর্শক এসেছিল মধ্যপ্রাচ্যের বাইরে থেকে। তারা ইরানের নিত্যনতুন শিল্প পণ্য দেখার পর দারুণ আগ্রহ দেখিয়েছে। দুবাই এক্সপোতে ইরানের প্যাভিলিয়ন তৈরিতে খরচ হয়েছে ৮ মিলিয়ন ডলার। জামিয়ানি আরো বলেন, ইরান চেম্বার অব কমার্সের সঙ্গে আমিরাত বাণিজ্যিক সম্পর্ক আরো বৃদ্ধি করতে রাজি হয়েছে। একই সঙ্গে আমিরাতের অর্থমন্ত্রী দুই দেশের মধ্যে বাণিজ্যের ক্ষেত্রে যে সব বাধা রয়েছে তা দূর করার আশ্বাস দিয়েছেন। মেহর