ইরান অনূর্ধ্ব-১৪ ফুটবল দলের কোচ হলেন আলী দোস্তি
পোস্ট হয়েছে: এপ্রিল ১৮, ২০২৩

আলি দোস্তি মেহর ইরান অনুর্ধ্ব-১৪ ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন। ৫৯ বছর বয়সী এই কোচ এর আগে ইরানের অনূর্ধ্ব ১৭, অনূর্ধ্ব ১৯ এবং অনূর্ধ্ব-২০ দলের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন।
দোস্তি মেহর ১৯৯২ সালে কেশভারজ ক্লাবে কোচিং ক্যারিয়ার শুরু করেন। তিনি এস্তেঘলাল এবং ব্যাঙ্ক মেল্লি দলেও কাজ করেছেন।
নাইজেরিয়ায় ২০০৯ ফিফা অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপে তিনি ইরানের নেতৃত্ব দেন। তার দল ১৬ রাউন্ডে উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরে যায়। সূত্র: তেহরান টাইমস।