ইরানে ৯ মাসে গাড়ি উৎপাদন আড়াই শতাংশ বেড়েছে
পোস্ট হয়েছে: জানুয়ারি ২, ২০২২
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2022/01/4008541.jpg)
চলতি ইরানি ক্যালেন্ডার বছরের প্রথম নয় মাসে (মার্চ ২১-ডিসেম্বর ২১) ইরানে গাড়ি উৎপাদন বেড়েছে ২.৩ শতাংশ। গত বছরের একই সময়ের তুলনায় এই উৎপাদন বেড়েছে।
কোডাল ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, ইরানের গাড়ি নির্মাতারা এই বছরের নয় মাসের মধ্যে ৬ লাখ ৬৯ হাজার ৩২০টি গাড়ি তৈরি করেছে। যেখানে আগের বছরের একই সময়ের মধ্যে ৬ লাখ ৫৩ হাজার ৭৬১টি গাড়ি উৎপাদন হয়। উল্লিখিত নয় মাসে, ইরান খোদরো কোম্পানি (আইকেসিও) এককভাবে ৩ লাখ ২৫ হাজার ৫৫৭টি যানবাহন তৈরি করেছে। যা আগের বছরের একই সময়ের মধ্যে উৎপাদনের তুলনায় ছয় শতাংশ কম। তবে আইকেসিও এর মাসিক উৎপাদন নবম মাসে দাঁড়িয়েছে ৪২ হাজার ৮৯৪টিতে। উল্লিখিত সময়ের মধ্যে সাইপা ২লাখ ৫৩ হাজার ৫৮৪টি গাড়ি তৈরি করেছে। এই অটোমেকারের উৎপাদন আগের বছরের একই সময়ের তুলনায় ৮দশমিক ১৪ শতাংশ বেড়েছে। ইরানের শিল্প, খনি ও বাণিজ্য উপমন্ত্রী মেহেদি সাদেকি নিয়ারাকি বলেছেন, আগামী ইরানি ক্যালেন্ডার বছরে (২১ মার্চ ২০২২ থেকে ২০ মার্চ ২০২৩) দেশের গাড়ির উৎপাদন ৫০ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। সূত্র: তেহরান টাইমস।