শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে ৯ বছরে প্রয়োজন ৫৫১ বিমান

পোস্ট হয়েছে: জুন ২৬, ২০১৬ 

news-image

ইরানের বেসরকারি বিমান চলাচলে আগামী ৯ বছরে ৫৫১টি সুপরিসর বিমান প্রয়োজন হবে। দেশটির যোগাযোগমন্ত্রী আব্বাস আখোন্দি বুধবার এ তথ্য জানান। বার্তা সংস্থা ইরনা এ খবর দিয়ে বলেছে ইরানের ২৬৬টি বিমান থাকলেও যন্ত্রাংশের অভাবে ১’শটি বিমান অচল হয়ে আছে। এছাড়া বিমানগুলো ২৩ বছরের পুরোনো। আন্তর্জাতিক মান বজায় রাখতে হলে আগামী এক বছরের মধ্যে এসব বিমান চলাচলের অনুপযোগী হয়ে পড়বে।

ইরানের ওপর থেকে অবরোধ প্রত্যাহারের পর ইতিমধ্যে দেশটি ২৭বিলিয়ন ডলার মূল্যে ১১৮টি এয়ারবাস জেট কেনার জন্যে এক চুক্তি করেছে। বোয়িং কোম্পানির সঙ্গে শতাধিক বিমান কেনার জন্যে চুক্তি খুব শীঘ্রই হবে বলে আশা করা হচ্ছে। সূত্র: তেহরান টাইমস