শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে ৯৭ হাজার সমবায়ে ১৮ লাখের কর্মসংস্থান

পোস্ট হয়েছে: জুলাই ৭, ২০২১ 

news-image

ইরানের সমবায়, শ্রম ও সামাজিক কল্যাণ মন্ত্রী মোহাম্মাদ শারিয়াতমাদারি জানিয়েছেন, তার দেশে ৯৭ হাজার সমবায় তৎপর রয়েছে। আর এসব প্রতিষ্ঠানে কর্মসংস্থান হয়েছে দেশটির ১৮ লাখের অধিক মানুষের। বিশ্ব সমবায় দিবস ২০২১ উপলক্ষে দেয়া এক বার্তায় তিনি এই তথ্য জানান।

প্রতিবছর জুলাইয়ের প্রথম শনিবার জাতিসংঘ আন্তর্জাতিক সমবায় দিবস পালিত হয়। দিবসটি উদযাপনের লক্ষ্য সমবায় সম্পর্কে সচেতনতা বাড়ানো, জাতিসংঘ এবং আন্তর্জাতিক সমবায় আন্দোলনের পরিপূরক লক্ষ্য এবং উদ্দেশ্যসমূহ তুলে ধরা।

এবছর ৩ জুলাই ‘রিবিল্ড বেটার টুগেদার’ স্লোগানে আন্তর্জাতিক সমবায় দিবস পালিত হয়।

শারিয়াতমাদারি জানান, বিশ্বে সমবায়ের মাধ্যমে ২৮০ মিলিয়ন মানুষের কর্মসংস্থান হয়েছে। আমাদের দেশে তৎপর ৯৭ হাজার সমবায় প্রতিষ্ঠানে ১৮ লক্ষাধিক মানুষের কর্মসংস্থান হয়েছে। সূত্র: তেহরান টাইমস।