শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে ৫.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, আহত ৭৬

পোস্ট হয়েছে: মে ৩, ২০১৮ 

news-image

ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কোহগিলুয়েহ ও বোয়ের আহমাদ প্রদেশে ৫ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে বাসাবাড়ি বিধ্বস্ত হয়ে অন্তত ৭৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ইরানি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, শক্তিশালী এই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল কোহগিলুয়েহ ও বোয়ের আহমাদ প্রদেশের ডানা কাউন্টির সিসাখতে।

ইরানের জরুরি মেডিকেল সেবা ইএমএস এর প্রধান পির হোসেইন কোলিভান্দ জানিয়েছেন, বুধবার স্থানীয় সময় সকাল ৮টা ৩৮ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। এতে অন্তত ৭৬ জন ব্যক্তি আহত হয়েছে।

এদিকে, উদ্ধার ও জরুরি সেবা টিম ভূমিকম্প আক্রান্ত এলাকায় পৌঁছে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। ভূমিকম্পের উৎপত্তি স্থল সিসাখত থেকে ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত প্রাদেশিক রাজধানী ইয়াসুজে অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর দিয়েছে ইরানি সংবাদ মাধ্যম।

বিশ্বের অন্যতম ভূমিকম্প প্রবণ দেশ ইরানে গত নভেম্বরে প্রাণঘাতি ভূমিকম্প আঘাত হানে। দেশটির ইরাক সীমান্ত এলাকার উত্তর পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশে ৭.২ মাত্রার ওই ভয়াবহ ভূমিকম্পে কয়েকশ মানুষ নিহত হয়, আহত হয় ১০ হাজারের অধিক। সূত্র: মেহর নিউজ এজেন্সি।