ইরানে ৫ মাসে তেল বহির্ভূত বাণিজ্যের পরিমাণ ৩৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে
পোস্ট হয়েছে: আগস্ট ২৫, ২০১৬
ইরানে চলতি ফারসি বছরের প্রথম ৫ মাসে তেল বহির্ভূত বাণিজ্য ৩৫ দশমিক ৮ ডলার ছাড়িয়ে গেছে। ইরানের কাস্টমস প্রশাসন এ তথ্য দিয়েছে। একই সঙ্গে তেল খাত ছাড়া দেশটির পণ্য রফতানি একই সময়ে হয়েছে ১৯ দশমিক ১০৮ বিলিয়ন ডলার যা এর আগের বছরের তুলনায় ১০ দশমিক ২২ ভাগ বেশি।
এর পাশাপাশি তেল খাতের বাইরে ১৬ বিলিয়ন ডলারের পণ্য আমদানি হয়েছে যা গত বছরের একই সময়ের তুলনায় হ্রাস পেয়েছে ২ দশমিক ৮৫ ভাগ। চীন ইরান থেকে তেল বহির্ভূত পণ্য সবচেয়ে বেশি আমদানি করে থাকে। এর পর রয়েছে সংযুক্ত আরব আমিরাত, ইরাক, তুরস্ক ও দক্ষিণ কোরিয়া। গত বছর ইরান তেল বহির্ভূত পণ্য বাণিজ্যের পরিমাণ ছিল ৮৩ বিলিয়ন ডলার। দেশটি একই বছর তেল পণ্য ছাড়া অন্যান্য পণ্য রফতানি করেছে ৪২ বিলিয়ন ডলারেরও বেশি। অন্যদিকে একই ধরনের পণ্য আমদানি করেছে ৪১ বিলিয়ন ডলারের বেশি। সূত্র: তেহরান টাইমস