ইরানে ৫ নতুন প্রজাতির সরীসৃপ শনাক্ত
পোস্ট হয়েছে: জানুয়ারি ৩, ২০২২

ইরানের প্রাণীজগতের মধ্য থেকে প্রথমবারের মতো বিশ্বের কাছে পাঁচটি নতুন প্রজাতির টিকটিকির পরিচিতি তুলে ধরা হয়েছে। রোববার বার্তা সংস্থা আইএসএনএ এই তথ্য জানিয়েছে।
খোরাসান রাজাভি প্রদেশে অবস্থিত সাবজেভার শহরের হাকিম সাবজেভারি বিশ্ববিদ্যালয়ের একটি গবেষক দল হরমোজগান, ফার্স এবং ইসফাহান প্রদেশে বেশ কয়েকটি গবেষণা পরিচালনা করে ইরানের প্রাণীজগতের জন্য ৫টি নতুন প্রজাতির টিকটিকি শনাক্ত করেছে এবং প্রথমবারের মতো সেগুলোকে বিশ্বের কাছে পরিচয় করিয়ে দিয়েছে। . এই প্রজাতিগুলো ল্যাসারটিডে এবং গেকোনিডে পরিবারের অন্তর্গত এবং এরেমিয়াস, ইসফাহানিকা, ট্রপিকোলোটস হরমোজগানেনসিস, মাইক্রোজেকো ভারাভিয়েনসিস নামে পরিচিত। ইরানে জৈবিক বৈচিত্র্য ভৌগোলিক অবস্থা, জলবায়ু বৈচিত্র্য, উত্তরে কাস্পিয়ান সাগরের বিশাল জলসম্পদ এবং পারস্য উপসাগর এবং দক্ষিণে ওমান সাগরের কারণে ইরানে বিভিন্ন প্রজাতির উচ্চ বৈচিত্র্য রয়েছে। সাম্প্রতিক গবেষণা অনুযায়ী, দেশে প্রায় ১৩শ প্রজাতির মেরুদণ্ডী প্রাণী সনাক্ত করা হয়েছে। সাম্প্রতিক গবেষণা মতে, দেশে স্তন্যপায়ী প্রাণী, পাখি, সরীসৃপ, উভচর এবং জলজ মাছ সহ প্রায় ১৩শ প্রজাতির মেরুদণ্ডী প্রাণী, প্রায় ৩৯ হাজার প্রজাতির অমেরুদণ্ডী প্রাণী এবং ৮ হাজার প্রজাতির উদ্ভিদ শনাক্ত করা হয়েছে। সূত্র: তেহরান টাইমস।