মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে ৫০ হাজার হেক্টর চারণ ভূমিতে ওষুধি গাছ চাষ

পোস্ট হয়েছে: জানুয়ারি ৫, ২০২১ 

news-image

ইরানে দেশজুড়ে ৫০ হাজার হেক্টর চারণ ভূমিতে ওষুধি গাছ চাষের পরিকল্পনা করছে দেশটির বন, রেঞ্জ ও জলাশয় ব্যবস্থাপনা সংস্থা। চারণ ভূমির রক্ষা ও পুনরুদ্ধার লক্ষ্যমাত্রার সাথে সামঞ্জস্য রেখে এই পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। কৃষকদের জীবনযাপনের মান বিকাশে এই ওষুধি উদ্ভিদ চাষের প্রসার ঘটানো হবে।

রোববার বন, রেঞ্জ ও জলাশয় ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তা তারাহহোম বেহজাদ বলেন, দেশব্যাপী চারণ ভূমিতে সাড়ে চার হাজর টন ওষুধি গাছ চাষ হয়েছে।

এদিকে ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্সি ওষুধি গাছ ইন্ডাস্ট্রির প্রযুক্তিগত উন্নয়নের জন্য দশ বছর মেয়াদী একটি পরিকল্পনা প্রস্তুত করেছে।

এপর্যন্ত বিশ্বব্যাপী ৩০ হাজার প্রজাতির উদ্ভিদ শনাক্ত হয়েছে। এর মধ্যে ইরানে রয়েছে ৮ হাজার প্রজাতির উদ্ভিদ। অর্থাৎ গোটা ইউরোপের চেয়ে বেশি উদ্ভিদ বৈচিত্র্য রয়েছে দেটিতে। সূত্র: তেহরান টাইমস।