শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে ৫০টি প্রাচীন বস্তু ফিরছে প্রাচীন গৌরবে

পোস্ট হয়েছে: ডিসেম্বর ২০, ২০২০ 

news-image

ইরানের ৫০টি ঐতিহাসিক বস্তুকে প্রাচীন গৌরবে ফেরানো হবে। সাংস্কৃতিক ঐতিহ্য বিশেষজ্ঞ ও ঐতিহ্য উদ্ধারকারীদের একটি দল কাজটি সম্পন্ন করবেন। ইরানের পশ্চিম-কেন্দ্রীয় জাঞ্জান প্রদেশে বস্তুগুলো পুনরুদ্ধার করা হবে। প্রাদেশিক পর্যটন প্রধান আমির আরজমান্দ বৃহস্পতিবার এই তথ্য জানান।

তিনি বলেন, ঐতিহাসিক এই সংগ্রহশালার মধ্যে রয়েছে কয়েন এবং কাদামাটির জিনিস। প্রদেশজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বিভিন্ন ঐতিহাসিক স্থান থেকে বস্তুগুলো আবিষ্কার করা হয়েছে।

প্রাদেশিক পর্যটন প্রধান আরও জানান, পুনরুদ্ধারের জন্য বাছাই করা ঐতিহাসিক বস্তুগুলোর মধ্যে রয়েছে ১৯টি কপার কয়েন, ছয়টি রুপার কয়েন ও ২৫টি কাদামাটির জিনিস। এগুলো ঐতিহাসিক বিভিন্ন সমাধিস্থল থেকে আবিষ্কার করা হয়েছে। সূত্র: তেহরান টাইমস।