শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে ৫জি মোবাইল নেটওয়ার্কের সফল পরীক্ষা

পোস্ট হয়েছে: জুলাই ২৬, ২০২০ 

news-image

উচ্চ গতির ৫জি মোবাইল ইন্টারনেট টেকনোলজির প্রথম ট্রায়াল সফলভাবে সম্পন্ন করেছে ইরান। যার গতি ছিল প্রতি সেকেন্ড দেড় গিগাবাইট (জিবি/এস)। ইরানের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের উপমন্ত্রী সাত্তার হাশেমি এই তথ্য জানান।

বুধবার মেহর নিউজ এজেন্সিকে দেয়া সাক্ষাতকারে তিনি ৫জি প্রযুক্তি যুগে ইরানের প্রবেশের পেছনে যে কারণ রয়েছে তা বিস্তারিত তুলে ধরেন। বলেন, প্রথম পঞ্চম প্রজন্মের যোগাযোগ সাইটের অবস্থান হচ্ছে আইসিটির রিসার্স সেন্টার। এই খাতের সংশ্লিষ্ট সব পক্ষ এই প্রকল্পের গবেষণা ও উন্নয়নে (আরঅ্যান্ডডি) অংশ নিতে পারবে।

হাশেমি বলেন, এই প্রকল্পের পাইলট পরীক্ষায় প্রতি সেকেন্ডে দেড় গিগাবাইট গতির সফল পরীক্ষা চালানো হয়েছে। তথ্য সঞ্চালনের দিক দিয়ে ৪জি নেটওয়ার্কের ওপর ৫জি নেটওয়ার্কের উল্লেখযোগ্য অগ্রগতি রয়েছে। সুতরাং এই পরীক্ষায় আমরা ৫ থেকে ৬ মিলিসেকেন্ড বিলম্ব কমিয়ে আনতে পেরেছি। সূত্র: মেহর নিউজ এজেন্সি।