ইরানে ৪শ কোম্পানির অংশগ্রহণে হোম অ্যাপ্লায়েন্সেস প্রদর্শনী
পোস্ট হয়েছে: নভেম্বর ২৫, ২০১৯

ইরানে হোম অ্যাপ্লায়েন্সেসের আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হয়েছে। মঙ্গলবার তেহরান পারমানেন্ট ইন্টারন্যাশনাল ফেয়ারগ্রাউন্ডসে মেলার এবারের ১৯তম পর্বের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন জার্মানি, চীন ও তুরস্ক সহ চার শতাধিক দেশি-বিদেশি কোম্পানির প্রতিনিধি।
মঙ্গলবার মেলার ফাঁকে এ তথ্য জানান ইরান হোম অ্যাপ্লায়েন্সেস অ্যাসোসিয়েশনের মহাসচিব হাবিবোল্লাহ আনসারি। তিনি জানান, এবছর মেলার স্লোগান ‘‘মার্কেটস মাস্ট ক্রস বর্ডার্স’’।
আনসারি জানান, এবারের মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা গত বছরের তুলনায় ৩৫ শতাংশ বেশি। দেশীয় কোম্পানিগুলোকে শনাক্তকরণ, হোম অ্যাপ্লায়েন্সেসের বাজার বিকাশ ও দেশীয় উৎপাদন জোরদার করা মেলার অন্যতম মূল উদ্দেশ্য বলে জানান তিনি।
১৯তম ইন্টারন্যাশনাল এক্সিবিশন অব হোম অ্যাপ্লায়েন্সের উদ্বোধনী অনুষ্ঠানে ইরান ইন্টারন্যাশনাল এক্সিবিশন কোম্পানির (আইআইইসি) প্রধান নির্বাহী বাহমান হোসেইনজাদেহ এবং উপশিল্পমন্ত্রী ও ইরান বাণিজ্য উন্নয়ন সংস্থার (টিপিওআই) প্রধান হামিদ জাদবুম। চার দিনব্যাপী মেলা চলে ২২ নভেম্বর পর্যন্ত। সূত্র: মেহর নিউজ এজেন্সি।