ইরানে ৩৩শ’ অঙ্গ প্রতিস্থাপন
পোস্ট হয়েছে: জুন ৩০, ২০১৬

ইরানে গত ফার্সি বছরে ৩৩শ’ মানুষের অঙ্গ প্রতিস্থাপন করা হয়েছে। চিকিৎসাবিজ্ঞানে অঙ্গ প্রতিস্থাপনে দেশটির চিকিৎসকরা বেশ পারদর্শী হওয়ায় এটি সম্ভব হয়েছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিস্থাপন ব্যবস্থাপনা বিভাগের পরিচালক মোহাম্মদ কাজেমেইনি বার্তা সংস্থা ইসনাকে বলেন, ইরানের চিকিৎসকরা এধরনের অঙ্গ প্রতিস্থাপনের মধ্যে দিয়ে বেশ দক্ষতার পরিচয় দিচ্ছেন।
গত বছর আড়াই হাজার মানুষের কিডনি প্রতিস্থাপন করা হয়েছে। এছাড়া ৭১৬ জনের যকৃত ও ১০২ জনের হৃদযন্ত্র প্রতিস্থাপন করা হয়েছে একই সময়ে। তবে ৫৭ ভাগ কিডনিদাতাই ছিলেন মৃতব্যক্তি। এই মাত্র মারা গেছেন বা ক্লিনিক্যালি ডেথ এমন ৮’শ রুগীর কাছ থেকে অন্তত ২৩’শ প্রত্যঙ্গ জীবন্ত মানুষের শরীরে প্রতিস্থাপনের জন্যে সংরক্ষণ করা হয়। এর মধ্যে কিডনি ছিল ১৪’শ।
ইরানে বর্তমানে ২৯টি কিডনি প্রতিস্থাপন কেন্দ্র, যকৃত প্রতিস্থাপনে ৭টি কেন্দ্র, ৮টি হৃদযন্ত্র ও ২টি ফুঁসফুঁস প্রতিস্থাপন কেন্দ্র কাজ করছে। সূত্র: তেহরান টাইমস