ইরানে ২ সহস্রাধিক নিষ্ক্রিয় শিল্প ইউনিট পুনরুজ্জীবিত
পোস্ট হয়েছে: জুলাই ১৩, ২০২২

ইরান স্মল ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল পার্কস অর্গানাইজেশনের (আইএসআইপিও) প্রধান আলি রাসুলিয়ান বলেছেন, আগের ইরানি ক্যালেন্ডার বছর ১৪০০ সালে (যা গেল ২০ মার্চ শেষ হয়েছে) দেশটির শিল্প পার্ক এবং অঞ্চলগুলিতে ২ হাজার ৬৭টি নিষ্ক্রিয় শিল্প ইউনিট পুনরুজ্জীবিত করা হয়েছে।
তিনি জানান, উল্লিখিত ইউনিটগুলিকে পুনরুজ্জীবিত করার সাথে ৩৯ হাজারের অধিক লোকের জন্য নতুন কাজের সুযোগ তৈরি হয়েছে। খবর ইরনার। সূত্র: তেহরান টাইমস।