ইরানে ২৪ দিনে ২ লাখ বিয়ের ঋণ
পোস্ট হয়েছে: আগস্ট ২৯, ২০১৭
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2017/08/06-ar-marriage_loan.jpg)
ইরানে ১১টি ব্যাংকের এজেন্ট ২৪ দিনে ২ লাখ বিয়ের ঋণ অনুমোদন দিয়েছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক সাড়ে ৫ লাখ বিয়ে ঋণ দেওয়ার ঘোষণা দেওয়ার পর এধরনের ঋণ গ্রহণে বেশ সাড়া পড়ে যায়।
সেন্ট্রাল ব্যাংক অব ইরানের ঋণ বিভাগের উপপরিচালক আলী আসগার মীরমোহাম্মদ সাদেকি বলেছেন, এধরনের ঋণের মধ্যে ৫০ হাজার ঋণ দেওয়া হবে অপেক্ষাকৃত কম উন্নত এলাকায়। বিয়ের জন্যে দেওয়া এধরনের ঋণ সুদ মুক্ত এবং একেক জন ২ হাজার ৬শ’ মার্কিন ডলার ঋণ নিতে পারবেন এবং এ ঋণ ৪ বছরের মধ্যে শোধ করতে হবে। ২০১৫ সালে এ ঋণের পরিমাণ ছিল ৮শ’ মার্কিন ডলার। সূত্র: ফিনান্সিয়াল ট্রিবিউন