রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে ২য় আন্তর্জাতিক আইসিটি প্রদর্শনী মে মাসে

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ১৫, ২০২২ 

news-image

ইরানে ‘কিটেক্স ২০২২’ শীর্ষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক প্রদর্শনী অনুষ্ঠিত হবে মে মাসে। দেশটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ভাইস-প্রেসিডেন্সির ডিজিটাল অর্থনীতি বিকাশবিষয়ক সদর দফতরের উদ্যোগে এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে।২৩ থেকে ২৬ মে অনুষ্ঠিতব্য চার দিনব্যাপী এবারের প্রদর্শনীতে জ্ঞানভিত্তিক কোম্পানিগুলো শহরের জায়গা আধুনিকীকরণ, ইন্টারনেট অব থিংস (আইওটি) এবং তথ্য সুরক্ষার ক্ষেত্রে তাদের সাম্প্রতিক অর্জনগুলো উপস্থাপন করবে৷আইসিটি প্রদর্শনীতে কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্থিক প্রযুক্তি, স্মার্ট গভর্ন্যান্স, মিডিয়া শিল্প, উদ্ভাবন, প্রযুক্তি এবং অবকাঠামো, স্মার্ট টিচিং অ্যান্ড লার্নিং, স্মার্ট শহর ও বাসাবাড়ির ওপর নজর দেওয়া হবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।