ইরানে ১ মাসে ২৩ লাখ ডলারের আনারস আমদানি
পোস্ট হয়েছে: জুন ১৩, ২০১৭

ফিলিপাইন, আরব আমিরাত, থাইল্যান্ড ও মালয়েশিয়া থেকে ইরান ফার্সি বছরের (২১ মার্চ থেকে ২০ এপ্রিল) প্রথম মাসে ২ হাজার ৮৬০ টন আনারস আমদানি করেছে। ইরানি অর্থে এজন্যে পরিশোধ করতে হয়েছে ৮৬ বিলিয়ন রিয়াল বা ২৩ লাখ মার্কিন ডলার। ইরান কাস্টমস প্রশাসন এ তথ্য জানিয়েছে।
তবে ইরান গ্রীষ্ম প্রধান দেশের ফল হিসেবে আনারস ও আমের মত বিভিন্ন ফল আমদানি করে থাকে।
সূত্র: ফিনান্সিয়াল ট্রিবিউন