ইরানে ১৮৮টি উচ্চশিক্ষা প্রকল্প উদ্বোধন
পোস্ট হয়েছে: মে ১০, ২০২১
ইরানে দেশব্যাপী বিশ্ববিদ্যালয়গুলোতে ১৮৮টি শিক্ষাগত, গবেষণা ও কল্যাণমূলক প্রকল্প উদ্বোধন হয়েছে। গত বৃহস্পতিবার ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রকল্পগুলো উদ্বোধন করবেন।
প্রকল্পগুলোর মধ্যে রয়েছে, ৩৪টি শিক্ষাগত স্থান, ২৩টি গবেষণা কেন্দ্র, ১৯টি প্রশিক্ষণ কেন্দ্র, ১৪টি কারিগরি ও ভোকেশনাল বিশ্ববিদ্যালয়, ২৪টি সবুজ ব্যবস্থাপনা পরিকল্পনা, ৯টি কল্যাণমূলক কেন্দ্র ইত্যাদি। এতে ব্যয় হবে মোট ১ হাজার ২৬৪ বিলিয়ন রিয়াল (প্রায় আড়াই মিলিয়ন মার্কিন ডলার)। প্রকল্পগুলো চালু হলে ১ হাজার মানুষের কর্মসংস্থান হবে। সূত্র: তেহরান টাইমস।