ইরানে ১০০ ইকো-স্কুল ও ৩৫০ মসজিদের উদ্বোধন
পোস্ট হয়েছে: মার্চ ৭, ২০২১

ইরানে দেশব্যাপী ১০০টি প্রকৃতি-বান্ধব স্কুল, ৩৫০টি মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। শনিবার ইমামের নির্দেশনা বাস্তবায়ন সদরদপ্তরের অধিভুক্ত প্রতিষ্ঠান বারেকাত চ্যারিটি ফাউন্ডেশন এসব স্কুলের উদ্বোধন করে।
ইকো-স্কুল সবুজ স্কুল নামেও পরিচিত। এই ধরনের স্কুলে বর্জ্য ব্যবস্থাপনা, বর্জ্য হ্রাস, জীববৈচিত্র্য, জ্বালানি, পানি, পরিবহন, স্বাস্থ্য, বৈশ্বিক টেকসইতা, স্বাস্থ্যকর পুষ্টি, নাগরিকত্ব এবং জলবায়ু পরিবর্তন ইত্যাদি বিষয়ে গুরুত্ব দেয়া হয়। বিশ্বের দেশগুলো তাদের নিজ নিজ আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য বিচেনায় এই মানদণ্ডগুলো খাপখাওয়াতে কাজ করছে।
এসব স্কুলে প্রকৃতি-বান্ধব উপাদান ব্যবহার করা হয় এবং প্রতিটি স্কুল চারদিনে নির্মাণ করা হয়। নিয়মিত স্কুলের চেয়ে এর খরচ প্রায় ৪০ শতাংশ কম।
স্কুলগুলোর বৈশিষ্টৗ হলো- ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের বিরুদ্ধে সুরক্ষিত, ঠাণ্ডা, তাপ এবং আর্দ্রতা নিরোধক, পরিবেশের অবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ, ন্যূনতম সময়ে নির্মাণ, বহনযোগ্যতা এবং উচ্চ মানের। সূত্র: মেহর নিউজ এজেন্সি।