ইরানে ১ম আন্তর্জাতিক সামুদ্রিক বিজ্ঞানের কনফারেন্স শুরু
পোস্ট হয়েছে: ডিসেম্বর ১৯, ২০২২

সামুদ্রিক বিজ্ঞান বিষয়ক প্রথম আন্তর্জাতিক সম্মেলন ইরানে শুরু হয়েছে। সম্মেলনের লক্ষ্য- মৌলিক সমুদ্র অর্থনীতির উপর নির্ভর করে জলজ বাস্তুতন্ত্রে উদ্ভাবন করা।ইভেন্টের বিশেষ প্যানেলগুলো হলো- ‘সামুদ্রিক জলজ: জীববিজ্ঞান, জীববৈচিত্র্য, শোষণ এবং সংরক্ষণ’, ‘আবহাওয়াবিদ্যা এবং সামুদ্রিক জলবায়ুবিদ্যা’, ‘উপকূলীয়-সামুদ্রিক সম্প্রদায়ের পরিকল্পনা, ব্যবস্থাপনা এবং শিক্ষা’, ‘জলজ প্রাণীদের প্রজননের ওপর জীববিজ্ঞানের আন্তর্জাতিক প্যানেল’ এবং ‘সামুদ্রিক বিজ্ঞান: সামুদ্রিক জীববিজ্ঞান, সমুদ্র পদার্থবিদ্যা এবং সামুদ্রিক পরিবেশ’।সমুদ্র বিজ্ঞান বিষয়ক প্রথম এই আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছে হরমোজগান বিশ্ববিদ্যালয়। সূত্র: মেহর নিউজ।