ইরানে হৃদরোগবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন
পোস্ট হয়েছে: জুলাই ৩১, ২০১৬
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2016/07/12_Congress_5.jpg)
ইরানের মাশহাদে আয়োজিত হৃদরোগবিষয়ক তিনদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুক্রবার শেষ হয়েছে। বুধবার মাশহাদের রাজাভি হাসপাতালে এ সম্মেলন শুরু হয়। খোরাসান রাজাভি প্রদেশে অষ্টম রাজাভি ইন্টারন্যাশনাল কার্ডিওভাস্কুলার কংগ্রেসে বিভিন্ন দেশ থেকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হৃদরোগ বিশেষজ্ঞরা অংশ নেন।
ইরান ও বিভিন্ন দেশ থেকে মোট ৪শ’ হৃদরোগ বিশেষজ্ঞ এ সম্মেলনে নিজেদের মধ্যে হৃদরোগ চিকিৎসার সর্বশেষ সাফল্য ও অভিজ্ঞতা বিনিময় করেন। জার্মানি, ব্রিটেন, যুক্তরাষ্ট্র, ইতালি, জাপান, মালয়েশিয়া, তুরস্ক,ভারত, মিশর, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম ও আয়ারল্যান্ডের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞরা এ সম্মেলনে উপস্থিত ছিলেন। সূত্র: ফিন্যান্সিয়াল ট্রিবিউন