বুধবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে হাফেজ শিরাজি দিবস পালিত

পোস্ট হয়েছে: অক্টোবর ১২, ২০২০ 

news-image

ইরানের বিশ্বখ্যাত কবি হাফেজ শিরাজির স্মরণে ১১ অক্টোবর শিরাজি দিবস পালিত হয়। তার পুরো নাম শামস আল-দ্বীন মোহাম্মাদ হাফেজ-ই শিরাজি। তবে তিনি হাফেজ নামেই বেশি পরিচিতি লাভ করেন। ১৪ শতকের ফারসি ক্ল্যাসিক্যাল সাহিত্যের লিরিক কবি ছিলেন তিনি।

শামস আল-দ্বীন মোহাম্মাদ ১৩১০ থেকে ১৩৩৭ সালের মধ্যে কোনো একসময় ফারস প্রদেশের শিরাজে জন্মগ্রহণ করেন। তার জন্মস্থান শিরাজ শহর ভালোবাসা, কবিতা ও সভ্যতার শহর হিসেবে পরিচিত।

হাফেজ তার বাবার মুখ থেকে তেলাওয়াত শুনে শুনে শৈশবকালে পবিত্র কুরআন মুখস্থ করে ফেলেন। এজন্য মূলত তাকে হাফেজ বলা হয়। অর্থাৎ যিনি পবিত্র কুরআন মুখস্থ করেন তাকে হাফেজ বলা হয়। সব সময়কার তিনি সবচেয় প্রভাবশালী ফারসি কবি। তাকে ইরানিদের মধ্যে অন্যতম ভালোবাসার কবি হিসেবেও অভিহিত করা যেতে পারে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।