ইরানে হাজার বছরের পুরনো বস্তু আবিষ্কার
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ৮, ২০১৯

ইরানের উত্তরপূর্বাঞ্চলীয় গোলেস্তান প্রদেশের গোনবাদ-ই কাভুসে হাজার বছর আগের ৪০টি প্রাচীন বস্তু আবিষ্কৃত হয়েছে। শনিবার এই আবিষ্কারের তথ্য জানিয়েছেন গোলেস্তান প্রদেশের আইনশৃঙ্খলা প্রয়োগকারী সংস্থার প্রধান জেনারেল রুহুল আমিন কাশেমি।
তিনি জানান, গোনবাদ-ই কাভুসে জটিল গোয়েন্দা কার্যক্রম পরিচালানার পর মুদ্রা, হাড়িপাতিল ও ব্রাসলেটসহ প্রায় ৪০টি প্রাচীন বস্তুসামগ্রী আবিষ্কার ও জব্দ করা হয়েছে।
কাশেমি বলেন, ‘‘বিশেষজ্ঞদের তথ্যমতে, আবিষ্কৃত বস্তুসামগ্রীগুলো এক হাজার বছরের পুরনো। গত ২ সেপ্টেম্বর পশ্চিম ইরানের জাঞ্জান থেকে কর্তৃপক্ষ ইসলাম পূর্ব যুগের ৪৭ পিস স্বর্ণ ফলক জব্দ করে। চোরাচালানীরা এগুলো অবৈধভাবে মজুদ করে রেখেছিল।’’
সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আবোলফজল মোরাদি জানান, চুক্তি করার সময় চোরাচালানীদের কাছ থেকে ৪৭টি স্বর্ণের ফলকসহ মোট ৫১টি বস্তু উদ্ধার করা হয়। সূত্র: মেহর নিউজ এজেন্সি।