শনিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে হস্তশিল্পখাতে ২ মিলিয়ন ডলারের সহায়তা

পোস্ট হয়েছে: এপ্রিল ২৫, ২০২১ 

news-image

পশ্চিম আজারবাইজান প্রদেশের সাংস্কৃতিক ঐতিহ্য,পর্যটন ও হস্তশিল্প বিভাগের মহাপরিচালক বলেছেন,  গত ফারসি বছরে প্রদেশের হস্তশিল্প কারিগরদের জন্য প্রায় ২ মিলিয়ন ডলারের  অর্থ সহায়তা দেয়া হয়েছে।  তাসনিম বার্তা সংস্থাকে কালচারাল হেরিটেজ, ট্যুরিজম অ্যান্ড হ্যান্ডিক্রাফ্টস ডিপার্টমেন্টের মহাপরিচালক জালিল জাব্বারি বলেন, এ সহায়তার মাধ্যমে বেশ কিছু প্রকল্প বাস্তবায়ন করা হবে। এধরনের পাঁচটি প্রকল্পের মধ্যে একটি থ্রি স্টার হোটেল, দুটি ট্যুরিজম কমপ্লেক্স, একটি অ্যাকোমোডেশন কমপ্লেক্স ও ফোর স্টার হোটেল নির্মাণ করা হবে। এসব প্রকল্পে কর্মসংস্থান হবে ৩১৮ জনের। কয়েক মাসের মধ্যে এসব প্রকল্প বাস্তবায়ন করা হবে। গত বছর পশ্চিম আজারবাইজানে ৫টি ট্যুরিস্ট অ্যাকোমেডোশন ইউনিট নির্মাণ করা হয়।

জালিল জাব্বারি বলেন হস্তশিল্প শিল্পীদের বিশেষ ঋণ সহায়তা দেওয়া হচ্ছে। একই সঙ্গে ট্যুরিস্ট গাইড, ট্রাভেল এজেন্সি, ট্যুরিজ্যম ট্রান্সপোর্ট কোম্পানি, ট্যুরিজম এডুকেশনাল ইনস্টিটিশন, ইকো-লজ, ঐতিহ্যবাহী নিবাস, হোটেল, অ্যাপার্টমেন্ট হোটেল, মোটেল ও গেস্ট হাউস, ট্যুরিজম কমপ্লেক্স , বিনোদন কেন্দ্রগুলো পরিচালনায় বিশেষ ঋণ সহায়তা দেওয়া হবে। তেহরান টাইমস।