মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে ‘হল অব ফেম’ এর উদ্বোধন

পোস্ট হয়েছে: জুন ২৭, ২০২০ 

news-image

ইরানের রাজধানী তেহরানে ‘হল অব ফেম’ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দেশটির ক্রীড়া ও যুবমন্ত্রী মাসুদ সোলতানিফারের উপস্থিতিতে হলটি উদ্বোধন করা হয়।

আগামী কয়েক সপ্তাহে ইরানের এই ‘হল অব ফেম’টিতে দেশটির ক্রীড়া চ্যাম্পিয়নদের স্মৃতিমূলক আবক্ষ-ভাস্কর্য স্থাপন করা হবে। এর সূচনা হিসেবে মঙ্গলবার তেহরানের হল অব ফেমে ছয়জন অলিম্পিক ও প্যারালিম্পিক চ্যাম্পিয়নের আবক্ষ-ভাস্কর্য উম্মোচন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে যেসব ক্রীড়া ব্যক্তিত্বর আবক্ষ-ভাস্কর্য উম্মোচন করা হয়েছে তারা হলেন- ১৯৫২ অলিম্পিক গেমসে ব্রোঞ্জপদক বিজয়ী মাহমুদ মোল্লাকাসেমি (কুস্তি), ১৯৫২ অলিম্পিক গেমসে ব্রোঞ্জপদক বিজয়ী আলি মিরাজায়েই (ভারোত্তলন), ১৯৫৬ অলিম্পিক গেমসে রোপাজয়ী কুস্তিগীর মেহদি ইয়াকুবি (কুস্তি), ১৯৫৬ অলিম্পিক গেমসে স্বর্ণজয়ী কুস্তিগীর এনামালি হাবিবি (কুস্তি), ১৯৬০ অলিম্পিক গেমসে ব্রোঞ্জপদক বিজয়ী মোহাম্মাদ ইব্রাহিম সেইফপুর ও পরবর্তীতে প্যারালিম্পিকে দু-দুটি স্বর্ণপদক বিজয়ী সিয়ামন্দ রাহামান।

ইরান হল অব ফেম এর উদ্বোধনী অনুষ্ঠানে তেহরানের মেয়র পিরুজ হানাচি, সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন ও হস্তশিল্প মন্ত্রী আলি-আসগার মুনেসান ও ইরানের শারীরিক শিক্ষা সংস্থা ও জাতীয় অলিম্পিক কমিটির সাবেক প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানো হয়। সূত্র: তেহরান টাইমস।