রবিবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে স্মার্ট পরিবহন নিয়ে কাজ করছে ৩৭০ বিজ্ঞানভিত্তিক কোম্পানি

পোস্ট হয়েছে: আগস্ট ৮, ২০২১ 

news-image

ইরানে বর্তমানে স্মার্ট পরিবহন বহর নিয়ে কাজ করছে দেশটির ৩৭০টি বিজ্ঞানভিত্তিক কোম্পানি। দেশটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্সি থেকে এই তথ্য জানা গেছে।

ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্সির অন্যতম অগ্রাধিকারপ্রাপ্ত কর্মসূচি হচ্ছে দেশে বুদ্ধিমান পরিবহন বাস্তুতন্ত্রের বিকাশ ঘটানো।

এইক্ষেত্রে কাজ করা ৪১টি উপখাতসহ ৯টি রাষ্ট্রীয় পরিচালিত সংস্থা ও ২শ বিজ্ঞানভিত্তিক কোম্পানি, গ্রুপ, সমিতি ও বেসরকারি, আধা বেসরকারি খাত চিহ্নিত করা হয়েছে।

প্রতিবেদন মতে, গত বছর (মার্চ ২০২০ থেকে মার্চ ২০২১) থেকে এই খাতে কাজ করা ৯০টির অধিক নতুন বিজ্ঞানভিত্তিক কোম্পানি চিহ্নিত করা হয়েছে এবং এসব কোম্পানির মোট সংখ্যা ২৯০ এ পৌঁছেছে।

এদিকে, এই খাতে ৮০টি অ-বিজ্ঞানভিত্তিক কোম্পানি শনাক্ত করা হয়েছে। তবে এগুলি সৃজনশীল কোম্পানি হিসেবে চিহ্নিত করা হয়েছে।

উল্লেখ্য, বর্তমানে স্মার্ট নগর গড়ে তোলার জন্য স্মার্ট পরিবহন ব্যবস্থাকে অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে দেখা হয়। সূত্র: তেহরান টাইমস।