মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে স্বাক্ষরতার হার ৯৬ ভাগ ছাড়ালো

পোস্ট হয়েছে: জানুয়ারি ২৮, ২০২১ 

news-image

ইরানের ১০ থেকে ৪৯ বছর বয়সী নাগরিকদের মাঝে স্বাক্ষরতার হার ৯৬ দশমিক ৬ শতাংশে পৌঁছেছে। দেশটির লিটারেচি ম্যুভমেন্ট অরগানাইজেশনের প্রধান শাপুর মোহাম্মাদজাদেহ এই তথ্য জানিয়েছেন।

বুধবার আইএসএনএ এর এক প্রতিবেদনে তার উদ্ধৃতি দিয়ে বলা হয়, ১৯৭৬ সালে পরিচালিত এক শুমারিতে ইরানে স্বাক্ষরতার হার ছিল ৫১ শতাংশ।

তিনি জানান, চার দশক শেষে ইরানি বছর ১৩৯৫ সালে (মার্চ ২০১৬ থেকে মার্চ ২০১৭) ১০ থেকে ৪৯ বছর বয়সী নাগরিকদের মাঝে গড় স্বাক্ষরতার হার দাঁড়ায় ৯৪ দশমিক ৭ শতাংশ।

ইরানের প্রদেশগুলোর মধ্যে তেহরান, ইসফাহান, ইয়াজদ, সেমনান এবং মাজান্দারানে স্বাক্ষরতার হার সবচেয়ে বেশি। এসব প্রদেশে স্বাক্ষরতার হার ৯৮ শতাংশ। সূত্র: তেহরান টাইমস।