ইরানে স্পঞ্জ লোহা উৎপাদন বেড়েছে ১২ শতাংশ
পোস্ট হয়েছে: আগস্ট ২০, ২০২০

ইরানে স্পঞ্জ লোহা উৎপাদন বেড়েছে ১২ শতাংশ। চলতি ফারসি বছরের প্রথম চার মাসে (২০ মার্চ থেকে ২১ জুলাই) আগের বছরের একই সময়ের তুলনায এই উৎপাদন বেড়েছে।
আইআরআইবির তথ্যমতে, এবছরের প্রথম চার মাসে ১০ দশমিক ৫৮১ মিলিয়ন টনের অধিক স্পঞ্জ লোহা উৎপাদন হয়েছে ইরানে। যেখানে আগের বছরের একই সময়ে দেশটিতে উৎপাদন হয়েছিল ৯ দশমিক ৪৬৮ মিলিয়ন টন স্পঞ্জ লোহা।
আগের এক প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের প্রথম কোয়ার্টারে ইরানে স্পঞ্জ লোহার উৎপাদন ১২ শতাংশ বেড়েছে। আগের বছরের প্রথম কোয়ার্টারের তুলনায় এই উৎপাদন বেড়েছে। চলতি বছরের প্রথম কোয়ার্টারে স্পঞ্জ লোহা উৎপাদন হয়েছে ৮ দশমিক ২১৩ টন। সূত্র: তেহরান টাইমস।