রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে সৌরবিদ্যুৎ পাচ্ছে ২৫ হাজার যাযাবর পরিবার

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২৭, ২০২০ 

news-image

ইরানে ফটোভোলটাইক বিদ্যুৎ কেন্দ্র (যা পিভি সিস্টেম হিসেবে পরিচিত) থেকে বিদ্যুৎ পেতে যাচ্ছে ২৫ হাজার যাযাবর পরিবার। আগামী ইরানি বছরের শেষ নাগাদ (মার্চ ২০২১) এসব পরিবারে বিদ্যুৎ সরবরাহ করা হবে বলে জানিয়েছেন ইরানের যাযাবর বিষয়ক সংস্থার প্রধান কারামালি ঘান্দালি।

তিনি বলেন, এবছর সোলার প্যানেলের মাধ্যমে যাযাবরদের ৮ হাজার বাসাবাড়িতে বিদ্যুৎ সরবরাহ করা হবে এবং আগামী বছর দেশব্যাপী জ্বালানি মন্ত্রণালয়ের সোলার প্যানেল থেকে বিদ্যুৎ পাবে আরও ১৭ হাজার পরিবার।

এই কর্মকর্তা আরও জানান, চার বছর আগে কর্মসূচিগুলো বাস্তবায়ন হওয়ার কথা ছিল। তবে মান-সংশ্লিষ্ট বিষয়ের কারণে চলতি বছর পর্যন্ত এগুলো স্থগিত করা হয়।

এর আগে ২০১৯ সালের অক্টোবরে জ্বালানি মন্ত্রী ভ্রাম্যমাণ ছোট পরিসরের বিদ্যুৎ কেন্দ্র থেকে দেশের যাযাবর পরিবারগুলোতে বিদ্যুৎ সরবরাহ করার কর্মসূচি বাস্তবায়নের ঘোষণা দেন। সূত্র: তেহরান টাইমস।