বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে সেনাবাহিনী দিবস পালিত; সামরিক সরঞ্জাম প্রদর্শন

পোস্ট হয়েছে: এপ্রিল ১৮, ২০২১ 

news-image

ইসলামী প্রজাতন্ত্র ইরানে আজ (রোববার) সেনাবাহিনী দিবস উদযাপিত হয়েছে। তবে করোনা মহামারির কারণে খুবই সীমিত আকারে নানা কর্মসূচি পালন করা হয়।

রাজধানী তেহরানে স্বাস্থ্যবিধি মেনে নানা সামরিক সরঞ্জাম প্রদর্শন করা হয়েছে। এর মধ্যে সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের সাম্প্রতিক নানা অর্জন ও সাফল্যও তুলে ধরা হয়। ক্ষেপণাস্ত্র ও ড্রোনসহ সামরিক শিল্পের প্রায় সব গুরুত্বপূর্ণ সরঞ্জাম প্রদর্শন করা হয়েছে।

আজ যেসব নয়া সাফল্য তুলে ধরা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো দু’টি নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। ‘জুলফিকার’ ও ‘আব্দুল মাজিদ’ নামের এই প্রতিরক্ষা ব্যবস্থাকে ক্রুজ ক্ষেপণাস্ত্রের ঘাতক হিসেবে উল্লেখ করা হয়েছে। সমরাস্ত্র প্রদর্শনীর উদ্বোধন করেন সেনাবাহিনীর প্রধান সাইয়্যেদ আব্দুর রহিম মুসাভি।

তেহরানের বাইরে বিভিন্ন প্রদেশের কেন্দ্রীয় শহরেও সীমিত আকারে সেনাবাহিনী দিবসের কর্মসূচি পালিত হয়েছে। কোনো কোনো শহরে সামরিক কুচকাওয়াজেরও আয়োজন করা হয়।

ইরানে ফার্সি বছরের প্রথম মাসের ২৯ তারিখে সেনাবাহিনী দিবস পালিত হয়। সেনাবাহিনী দিবস উপলক্ষে গতকালই একটি বার্তা দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী।

তিনি সেনাপ্রধানকে লেখা বার্তায় বলেছেন, “সেনাবাহিনীতে কর্মরত সবাইকে এবং তাদের সম্মানিত পরিবারকে আমার সালাম পৌঁছে দিন। বর্তমানে সেনাবাহিনী ময়দানে সক্রিয় এবং তাদের দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছে। এই প্রস্তুতিকে সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করুন ও ভূমিকা রাখুন।” পার্সটুডে