ইরানে সীফুড রফতানি ৩০ ভাগ বৃদ্ধি
পোস্ট হয়েছে: নভেম্বর ৮, ২০১৬

চলতি অর্থ বছরের প্রথম ৬ মাসে ইরান ১১০ মিলিয়ন ডলার মূল্যের সীফুড রফতানি করেছে।ইরানের ফিশারিজ অর্গানাইজেশনের প্রধান হাসান সালেহি জানান, গত বছরের একই সময়ের তুলনায় এ খাতে দেশটির রফতানির পরিমাণ বেড়েছে শতকরা ৩০ ভাগ।
সালেহি জানান, কৃষির পাশাপাশি সীফুড থেকে বৈদেশিক মুদ্রার আয় বেড়েই চলেছে। গত কয়েক বছরে এখাতে রফতানি দ্বিগুণ হয়েছে।
তিনি আরো জানান, গত বছর সীফুড উৎপাদন হয়েছে এক মিলিয়ন টন। এর মধ্যে ৮২ হাজার টন সীফুড রফতানি হয়েছে। এ বছর শেষে মৎস্য খাতে প্রবৃদ্ধি দ্বিগুণ হবে বলে আশা করা হচ্ছে।
ইরানের মৎস্য খাতের আরেক কর্মকর্তা আব্বাস মাতিনফার এ বছর খামারভিত্তিক মাছ উৎপাদন হবে কুড়ি হাজার টন। ঠাণ্ডা পানির মাছ খামারিদের সমিতির ব্যবস্থাপনা পরিচালক আরাশ নাবিজাদেহ জানান, এ বছর ট্রাউট মাছ উৎপাদন হবে ১ লাখ ২৫ হাজার টন। এ থেকে ৫ শ’ টন ট্রাউট মাছ রাশিয়ায় রফতানি হবে। যার কুড়ি টনের একটি চালান ইতিমধ্যে রাশিয়ায় পাঠানো হয়েছে।
সূত্র:ফিন্যান্সিয়াল ট্রিবিউন