ইরানে সিরাজ দিবস উদযাপিত
পোস্ট হয়েছে: মে ৮, ২০১৭

ইরানের দুই মহাকবি সাদি ও হাফিজের জন্মস্থান ফার্স প্রদেশের রাজধানী সিরাজ শহর। এ শহরেই মানুষের ঢল নামে মহাকবি সাদি ও হাফিজের মাজারসহ তাদের নানা স্মৃতিময় স্থানে। কবি প্রেমীরা সেখানে জড়ো হন, তাদের কবিতা পড়েন। বিদেশি পর্যটকরাও বাদ যান না তাদের ভিড়ে। তাই ইরান জাতীয়ভাবে সিরাজ দিবস উদযাপন করছে। গত ৫ মে এ দিবস পালিত হয় দেশটিতে।
এদিন সিরাজের নানা বাগানে, মাজার, বাজার ও মসজিদে মানুষের ভিড় ছিল লক্ষ্য করার মতো।
সূত্র: তেহরান টাইমস।