বুধবার, ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে সাতশ বছরের পুরনো সুগন্ধি বোতল আবিষ্কার

পোস্ট হয়েছে: নভেম্বর ৩, ২০২০ 

news-image

ইরানে একটি প্রাচীন মসজিদে ইলখানিদ রাজবংশ (১২৫৬ থেকে ১৩৩৫) ও তিমুরিদ সাম্রাজ্যের (১৩৭০ থেকে ১৫০৮) সময়কার একটি সুগন্ধি বোতল ও অন্যান্য কিছু নিদর্শন পাওয়া গেছে। দেশটির গিলান প্রদেশের রাশত শহরের ওই মসজিদ থেকে এসব নির্দশন আবিষ্কৃত হয়েছে। গিলান প্রদেশের সাংস্কৃতিক ঐতিহ্য, হস্তশিল্প ও পর্যটন দপ্তরের সাংস্কৃতিক ঐতিহ্য বিষয়ক উপপ্রধান ভালি জাহনাই এই তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, সাফি মসজিদের উত্তর অংশে কংক্রিট এবং মার্বেলের ঢাকা মেঝের নিচ থেকে কিছু টাইল ফ্রেমও উদ্ধার করা হয়েছে।

জাহনাই জানান, মসজিদটি ৬০০ থেকে ৮০০ বছরের প্রাচীন। তবে মসজিদটির কিছু অংশ ইলখানিদ রাজবংশের সময় সম্প্রসারণ করা হয়।

ইরানি এই কর্মকর্তা বলেন, সাম্প্রতিককালে মসজিদটিতে কিছু অংশ সম্প্রসারণ করা হয়। স্থাপনাটির ঐতিহাসিক গঠন হুবহু সংরক্ষণ করতে বর্ধিত অংশগুলো অপসারণ করা হচ্ছে বলে জানান তিনি। সূত্র: ইরান ডেইলি অনলাইন।