শুক্রবার, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে সাক্ষরতার হার বেড়েছে পৌনে তিন শতাংশ

পোস্ট হয়েছে: নভেম্বর ১৯, ২০১৭ 

news-image

ইরানে ২০১১ থেকে ২০১৬ সালের মধ্যে পাঁচ বছরে সাক্ষরতার হার বেড়েছে ২ দশমিক ৮৫ শতাংশ।লিটারেসি ম্যুভমেন্ট অরগানাইজেশনের পরিচালক আলি বাকেরজাদেহ এই তথ্য জানিয়েছেন।

বাকেরজাদেহ জানান, ইরানের ৫৮ লাখ মানুষ একেবারে নিরক্ষর এবং দেশটিতে ১ কোটি ১০ লাখ মানুষ আছে যারা কার্যত নিরক্ষর।  তবে সাক্ষরতার হারের ওপর কোনো চিত্র উল্লেখ করেননি তিনি।

গত মার্চে ইরানের পরিসংখ্যান কেন্দ্র প্রকাশিত সরকারি তথ্যে দেখা গেছে, ইরানে ছয় বছরের ওপরের বয়সী মোট জনসংখ্যার ৮৭ দশমিক ৬ শতাংশ অক্ষরজ্ঞানসম্পন্ন। ২০১১ সালের আদমশুমারির তুলনায় সাক্ষরতার হার বেড়েছে ২ দশমিক ৮ শতাংশ।

তিনি আরও জানান, ইরানি ছাত্রছাত্রীরা আন্তর্জাতিক অলিম্পিয়াডে দেশের মুখ উজ্জ্বল করেছে।  ইরান বৈজ্ঞানিক প্রকাশনা ও বিশ্বব্যাপী গবেষণা আউটপুটের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে।

বাকেরজাদেহ জানান, স্কুলে যোগ দেয়ার আট বছর পরে অনেক ছাত্রছাত্রী ঝরে পড়ে।  এসব ছাত্রছাত্রীর স্কুল থেকে ঝরে পড়া ঠেকাতে বিনা খরচে লেখাপড়ার সুযোগ দেয়া হচ্ছে।  সূত্র: তেহরান টাইমস।