বুধবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে সরাসরি বিদেশি বিনিয়োগ বেড়েছে ২০ শতাংশ

পোস্ট হয়েছে: ডিসেম্বর ১১, ২০১৯ 

news-image

চলতি ইরানি বছরের প্রথম সাত মাসে (যা ২১ মার্চ শুরু হয়) ইরানে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) বেড়েছে ২০ শতাংশ। আগের বছরের একই সময়ের তুলনায় যা ২০ শতাংশ বেশি। ইরানের ইকোনোমিক অ্যাফেয়ার্স অ্যান্ড ফাইন্যান্স (এমইএএফ) মন্ত্রী ফারহাদ দেজপাসান্দ এই তথ্য জানিয়েছেন।

সোমবার ইরানি পার্লামেন্টে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে আমেরিকার চাপিয়ে দেওয়া কঠিন অবরোধ সত্বেও সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) ২০ শতাংশ বেড়েছে।

এসময় মার্কিন অবরোধ মোকাবেলায় ইরান যে অর্থায়ন পদ্ধতি অনুসরণ করছে তা তুলে ধরেন অর্থমন্ত্রী। দেজপাসান্দ বলেন, অবরোধকালীন দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার মধ্য দিয়ে অর্থায়নের অন্যতম পদ্ধতি অনুসরণ করার চেষ্টা করছে অর্থ মন্ত্রণালয়। সূত্র: মেহর নিউজ এজেন্সি।