ইরানে সবচেয়ে বড় এফএমডি ভ্যাকসিন উৎপাদন লাইন চালু
পোস্ট হয়েছে: ডিসেম্বর ১৯, ২০২১
ইরানে ফুট-অ্যান্ড-মাউথ ডিজিজ (এফএমডি) ভ্যাকসিনের বৃহত্তম এবং সবচেয়ে উন্নত উৎপাদন লাইন চালু করা হয়েছে। শনিবার দেশটির আলবোর্জ প্রদেশে এই উৎপাদন শুরু হয়েছে।
আইআরআইবির প্রতিবেদনে বলা হয়, উৎপাদন লাইনটি ১০ মাসেরও কম সময়ের মধ্যে স্থাপন করা হয়েছে। এতে বছরে ২ কোটি ডোজ টিকা উৎপাদনের সক্ষমতা রয়েছে। ভ্যাকসিনের এই উৎপাদন লাইনটি বছরে ৩ কোটি মার্কিন ডলারের বহিঃপ্রবাহ রোধ করবে এবং এর ক্ষমতাসম্পন্ন হওয়ার সাথে সাথে দেশে প্রতি বছর ২০ মিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা আসবে। এফএমডি ভ্যাকসিন উৎপাদন সাইট বাস্তবায়নের জন্য ৩৮টি কোম্পানি সহযোগিতা করেছে এবং এর সম্পূর্ণ অপারেশনে বায়োটেকনোলজি ক্ষেত্রের ৮০ জন কর্মী নিয়োগ করা হবে। সূত্র: তেহরান টাইমস।