মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে সদ্য আবিষ্কৃত মৌমাছির নাম ‘মারিয়ম মির্জাখনি’

পোস্ট হয়েছে: মার্চ ১৬, ২০২২ 

news-image

ইরানের একটি গবেষণা দলের আবিষ্কৃত মৌমাছির একটি নতুন প্রজাতির নামকরণ করা হয়েছে প্রয়াত ইরানি গণিতবিদ মারিয়ম মির্জাখনির নামে। সোমবার বার্তা সংস্থা আইএসএনএ এই খবর দিয়েছে।সাম্প্রতিক বছরগুলোতে জাবুল বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ সুরক্ষা বিভাগের গবেষকরা পরজীবী মৌমাছির বেশ কয়েকটি গ্রুপ নিয়ে গবেষণা করেন। মৌমাছির এসব গ্রুপের বেশিরভাগই কৃষি কীটপতঙ্গের প্রাকৃতিক শত্রু এবং কীটপতঙ্গ জৈবিক নিয়ন্ত্রণে অত্যন্ত গুরুত্বপূর্ণ।ইকনিউমোনিডস নামক মৌমাছি পরিবার কীটপতঙ্গের জৈবিক নিয়ন্ত্রণের অন্যতম গুরুত্বপূর্ণ। মৌমাছির বিশ্বব্যাপী ২৫ হাজারের বেশি প্রজাতি রয়েছে, যার মধ্যে নিবন্ধিত ৫০০টির কম প্রজাতি রয়েছে ইরানে।চার বছরের গবেষণায় উপকারী পোকামাকড়ের এই মূল্যবান গোষ্ঠীর আরও কয়েকটি প্রজাতি পূর্ব, পশ্চিম এবং মধ্য ইরানের বিভিন্ন অংশে সংগ্রহ এবং চিহ্নিত করা হয়। এদের মধ্যে কিছু প্রজাতি আগে বিজ্ঞানের জগতে অজানা ছিল।উল্লেখ্য, ইতিহাসের প্রথম নারী হিসেবে গণিতের নোবেল পুরস্কার ফিল্ডস পদক লাভ করেন প্রয়াত ইরানি নারী গণিতবিদ মারিয়ম মির্জাখনি। মির্জাখনি আমেরিকার বিখ্যাত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে গণিতের শিক্ষক হিসেবে কাজ করেছেন। জ্যামিতিশাস্ত্রের জটিল বিষয়ে অবদানের জন্য ২০১৪ সালে বিশ্বের প্রথম নারী হিসেবে তিনি গণিতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার লাভ করেন। এর মাত্র তিন বছর পর ২০১৭ সালে মাত্র ৪০ বছরে ক্যান্সারে মৃত্যু হয় তার। সূত্র: তেহরান টাইমস।